সোমবার আসছে টিকার দ্বিতীয় চালান |
![]() ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান আসছে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি)। রোববার দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। সোমবার টিকার দ্বিতীয় চালান আসছে।’ তবে সোমবার ঠিক কখন টিকা এসে পৌঁছাবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ার কারণে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। পাপন বলেন, ‘সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো যে, কখন টিকা আসছে। তবে এটি নিশ্চিত যে, সোমবারই টিকার দ্বিতীয় চালান আসছে।’ উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর মধ্যে অনেক প্রত্যাশার টিকার প্রথম চালান বাংলাদেশে আসে গত মাসের ২৫ তারিখ। এরপর চলতি মাসের ৭ তারিখ তেকে জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। এসআর |