ফের পুত্র সন্তানের মা হলেন কারিনা |
![]() বলিউডের তারকা জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর দ্বিতীয় সন্তানের জনক-জননী হয়েছেন। রোববার কারিনা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মা ও সন্তান দু'জনেই ভালো রয়েছেন। পুত্র সন্তানের খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ আলি খান। শনিবার রাতে ভারতের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কারিনা। এরপর সকাল থেকেই তাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের সংবাদ ছড়িয়ে যায় সর্বত্র। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সহকর্মীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সাইফিনা দম্পতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে তাদের নতুন পুত্র সন্তানের প্রথম ছবি। দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে হয় সাইফ-কারিনার। এরপর তাদের জীবনে আসে প্রথম পুত্র তৈমুর। -এমএ |