শহীদ মিনার চত্তর দখল করে সিএনজি স্ট্যান্ড |
![]() মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের উত্তর বাজারে প্রাচীর ভেঙ্গে শহীদ মিনার চত্তরে গড়ে তোলা হয়েছে সিএনজি স্ট্যান্ড। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অথচ এখনো কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর সড়কে ডাকঘরের সামনের শমশেরনগর শহীন মিনার রয়েছে অপরিচ্ছন্ন। প্রায় ৮ মাস আগে হঠাৎ করে শহীদ মিনারের পূর্ব দিকের সীমানা প্রাচীর ভেঙ্গে চত্তরে প্রবেশ করানো হয় বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশা। সারা দিন এখানে থাকে কমপক্ষে ২০টি সিএনজি। একইসঙ্গে শমশেরনগর ডাকঘর প্রবেশের প্রধান ফটকের সামনে থাকে সিএনজির দীর্ঘ সারি। এ অবস্থায় ডাকঘরে লোকজনের প্রবেশ ও রেলওয়ে স্টেশনে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। শমশেরনগর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বিমানবন্দর সড়ক এলাকায় ডাকঘরের সামনে একটি পুরাতন শহীদ মিনার ছিল। সে শহীদ মিনারটির বেদীর কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় বছর খানেক আগে মৌলভীবাজার জেলা পরিষদ দুই লাখ টাকা ব্যয়ে পূর্বমুখী করে নতুন একটি শহীদ মিনার স্থাপন করে। শমশেরনগর সাহিত্যাঙ্গণের সমন্বয়ক ও সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহজাহান মানিক ক্ষোভ প্রকাশ করে অবজাভারকে বলেন, 'পুরাতন শহীদ মিনার আকারে ছোট ও দক্ষিণমুখী ছিল। সে মিনারের বেদীর বেশ কিছু অংশ ভেঙ্গে গেলে জেলা পরিষদ পূর্বমুখী করে একটি বড় শহীদ মিনার নির্মাণ করে দেয়। এবারই প্রথম নতুন শহীদ মীনারে মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হবে। এর আগেই উত্তর বাজার সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতি শহীদ মিনারের চত্তরে গড়ে তুলেছে তাদের স্ট্যান্ড। স্থানীয় প্রশাসন বা উপজেলা প্রশাসন এদিকে কোন নজর রাখছেন না বলে মনে হচ্ছে।' সিএনজি অটোরিকশাচালক সমিতির সভাপতি মোস্তফা মিয়া অবজাভারকে বলেন, ‘এ এলাকাটি ব্যস্ততম। সড়কের ধারে সিএনজির সারি থাকলে যানজট বেড়ে যায়। তাই শহীদ মিনারের ভেতরের খালি জায়গায় সিএনজি রেখেছি। কোন জাতীয় অনুষ্ঠান হলে আবার নিজেদের উদ্যোগে সিএনজি সরিয়ে চত্তর এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করি।’ শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ অবজাভারকে বলেন, ‘কিভাবে সিএনজি চালকরা শহীদ মিনারের চত্তরে স্ট্যান্ড গড়ে তুলেছে জানি না।’ অবিলম্বে শহীদ মিনার চত্তর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অবজাভারকে বলেন, ‘কোন ভাবেই শহীদ মিনার চত্তরে সিএনজি স্ট্যান্ড হতে পারে না। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ -এমএ |