তিন দিনের ছুটিতে রাঙামাটিতে পর্যটকের ভীড় |
![]() তিন দিনের সরকারি ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের ভীড় বেড়েছে। ইতোমধ্যে রাঙামাটির সরকারি পর্যটন মোটেলসহ শহরের অন্যান্য আবাসিক হোটেল-মোটেলও আশানুরুপ বুকড রয়েছে। তিন দিনের টানা ছুটির সুযোগে পাহাড় ও হ্রদ ঘেরা রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। রাঙামাটির সরকারি পর্যটন স্পট ঝুলন্ত সেতু, পলওয়েল পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কাপ্তাই হ্রদের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা ছাড়াও রাঙামাটিতে পর্যটনের আকর্যণীয় স্পটের মধ্যে রয়েছে সরকারি পর্যটনের ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, রাজ বন বিহার, জেলা প্রশাসনের বাংলো, অরন্যক, বেরান্নে, বড়গাঙসহ ইত্যাদি। -এসআই/এমএ |