ফিরলেন বুবলী |
![]() নতুন কোনো সিনেমায় কেন বুবলীকে দেখা যাচ্ছে না - প্রশ্ন জাগে ভক্ত-অনুরাগীদের মাঝে। সর্বশেষ গত বছরের ১২ ফেব্রুয়ারিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন বুবলী। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির একটি গানের শুটিংয়ের পর আর দেখা যায়নি তাকে। অবশেষে দীর্ঘ ১১ মাস উধাও থাকার পর সিনেমায় ফিরলেন বুবলী। সিনেমার নাম ‘নীল চোখ’। ছবিতে দুই নায়ক নিরব হোসেন ও রোশানের বিপরীতে দেখা যাবে তাকে। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘নীল চোখ’ শিরোনামের এ সিনেমা। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নাট্ট নির্মাতা আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘নীল চোখ’ সিনেমাটি নির্মিত হবে। এ সিনেমা দিয়েই চলচ্চিত্রাঙ্গণে পরিচালক হিসেবে নাম লেখাবেন জুয়েল। শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, একটু প্রেম দরকার ও বীর ছবি উপহার দেন দর্শকদের। এসব ছবির মধ্যে অনেকগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছে। এসআর |