For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

যশোরের দুই পৌরসভার ভোট শুরু

Published : Sunday, 14 February, 2021 at 11:40 AM Count : 520

যশোরেবাঘারপাড়াচৌগাছা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে উপজেলা দু’টির প্রশাসন।

মাঠে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাঘারপাড়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতি কেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১২ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ৯টি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, দু’জন এসআই ও ৬ জন কনসটেবল থাকবে।

দুই প্লাটুন বিজিবি দু’টি গাড়িতে করে পৌর এলাকা টহল দেবে। সঙ্গে থাকবেন একজন করে ম্যাজিস্ট্রেটও। সেক্টর ইনচার্জ হিসেবে থাকবেন যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জামাল আল নাসের। সহায়তা দেবেন অতিরিক্ত পুলিশ সুপার (যশোর সদর) অপু সরোয়ার।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। শনিবার সন্ধ্যার মধ্যে ব্যালট পেপার ছাড়া অন্যান্য মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছায় রোববার সকালে।

এদিকে, চতুর্থ ধাপের এ পৌরসভা নির্বাচনে বাঘারপাড়ায় ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। মাঠে আছেন আরও ২৮ জন সাধারন ও ৯ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুজ্জামান বাচ্চু, ধানের শীষ প্রতীকে সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি থেকে বহিস্কৃত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী (জগ), জাতীয় পার্টির (লাঙ্গল) মহম্মদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাথা) এনামুল হক নির্বাচনী যুদ্ধে মাঠে আছেন।

বাঘারপাড়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ৭ হাজার ৪৯২ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৫৩২ জন ও নারী ভোটার ৩ হাজার ৯৬০ জন।

অপরদিকে, চৌগাছা পৌরসভার আজকের নির্বাচন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চৌগাছা পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ২৪৮। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫০২ জন ও নারী ভোটার ৮ হাজার ৭৪৬ জন।

চৌগাছা পৌরসভার ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ১০ জন প্রিজাইডিং অফিসার, ৫৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১১৬ জন পোলিং এজেন্ট ও ১০ জন অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে মোট বুথ রয়েছে ৫৮টি।

এছাড়া, প্রতিটি ওয়ার্ডে পুলিশ, আনসার ভিডিপির সদস্যসহ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা বজায় রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে।

চৌগাছা পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল (নৌকা), বিএনপি প্রার্থী আব্দুল হালিম চঞ্চল (ধানের শীষ), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদ (জগ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শিহাব উদ্দিন (হাত পাখা)।

৯ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এছাড়া, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft