For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

পৌরসভার নির্বাচন

শিবগঞ্জে আ.লীগ প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন

Published : Wednesday, 10 February, 2021 at 7:55 PM Count : 293

আসন্ন ১৪ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচন উত্তর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। 

বুধবার বিকাল ৪টায় এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ডাক বাংলোয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটি।

এসময় আসন্ন পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সৈয়দ পরিবারের ছোট সন্তান ও জিকে ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র মানুষের জন্য অযৌক্তিক, বর্ধিত পৌরকর বাতিল, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাসমূহে সিসি ক্যামেরা স্থাপন, শিল্প ও বাণিজ্য উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও তরুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে আরো উন্নত আধুনিক শিবগঞ্জ স্টেডিয়াম, স্যুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ, মসজিদ-ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন, পৌর এলাকাকে মাদকমুক্ত ঘোষণাসহ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে বর্জ্য শোধনাগার নির্মাণ, নৈশ বিদ্যালয় নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, নাগরিক সেবাকে অন লাইনের আওতায় আনা, আমের বাজার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ ও আম সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ মোট ২৬টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনকালে এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. আসাদুজ্জামান আসাদ, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পিজে/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft