সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহপরিচারিকা নিহত |
![]() সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। নিহত পরিছন নেছা (৫৫) আড়কান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। বুধবার রাতে এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের তাঁত ব্যবসায়ী আফসার তালুকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে ঐ বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দারেশ আলী জানান, পরিছন নেছা প্রায় চার বছর হয় তাঁত ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার রাতে তিনি রহস্যজনক ভাবে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। রাতেই তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান তিনি। এদিকে হঠাৎ করে এমন মৃত্যু এলাকা জুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একটি চক্র বিষয়টি ধামা-চাপা দিতে তৎপর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি। এবি/এসআর |