কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ |
![]() লক্ষীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুরনবী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী উপজেলার মধ্য চরমার্টিন এলাকার আবুল কালাম আজাদের ছেলে। আহতদের মধ্যে অটোরিক্সাযাত্রী নুরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, তোরাবগঞ্জ থেকে মতিরহাটগামী সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিক্সা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাযাত্রী নুরনবী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদির্শক মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিএইচজে/এসআর |