For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

গৌরীপুরে কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা

Published : Thursday, 28 January, 2021 at 6:19 PM Count : 413

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে একজন কাউন্সিলারের উপর হামলা এবং অপর এক ওয়ার্ডে এক কাউন্সিলারের অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান মাসুদুর রহমান খান সুজনের ওপর হামলা এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের মোঃ আনোয়ারুল ইসলাম খানের অফিস ভাংচুরের ঘটনা ঘটে। উভয় ঘটনায় বৃহস্পতিবার বিকালে ওই কাউন্সিলর প্রার্থীরা রির্টানিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, দেওয়ান মাসুদুর রহমান সুজন পৌরসভার ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। ৩০ জানুয়ারি নির্বাচনে তিনি পানির বোতল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্ত প্রতিদ্বন্দ্বি উটপাখি প্রতীকের প্রার্থী আব্দুর রউফ মোস্তাকিম তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে সুজন নির্বাচনী এলাকার চকপাড়া মহল্লায় গেলে দুবৃর্ত্তরা তার ওপর হামলা চালায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। 

এদিকে হামলার ঘটনায় ১ নং ওয়ার্ডের চকপাড়ার মোঃ কালু মিয়া, জামাল মিয়া, কামাল মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাবিবুল ইসলামসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেওয়ান মাসুদুর রহমান খান সুজন।
আব্দুর রউফ মোস্তাকিম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। বিগত নির্বাচনেও এমন অভিযোগ করেছিলো। 

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের মোঃ আনোয়ারুল ইসলাম খানকে ২৭ জানুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টায় ডালিম প্রতীকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রিপন মোবাইল ফোনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।  এরপর রাত আনুমানিক ১১টায় সাইফুল ইসলাম রিপনের সমর্থকরা লাঠি-সোটা ও দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কালিপুর মধ্যমতরফস্থ আনোয়ারুল ইসলামের (পানির বোতল প্রতীক) নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে পোস্টার ছিঁড়ে ও চেয়ার-টেবিল ভাংচুর করে। 

এ ব্যাপারে আনোয়ারুল ইসলাম গৌরীপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক কর্মকর্তা বরাবর ২৮ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলার বিষয়টি অস্বীকার করে ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রিপন বলেন, আমার ও আনোয়ারুল ইসলামের দুই সমর্থকের মধ্যে কথাকাটি হয়, বিষয়টি আমি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষণিক সমাধান করে দিয়েছি।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার সজল চন্দ্র সরকার বলেন, কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।   

এসআইএম/এসআর 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft