আত্রাইয়ে দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই |
![]() নওগাঁর আত্রাইয়ে দোকানে অগ্নিকাণ্ডে সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত বারোটার দিকে উপজেলার হিঙ্গলকান্দি বাজারে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাজারে আবু সাঈদ চৌধুরীর ফরহাদ ট্রেডার্স নামক টিনসেডের দোকানঘরে সার, কিটনাসক এবং মনোহারী ব্যবসা করে আসছেন। বুধবার দিবাগত রাতে তারা দোকান বন্ধ করে নিজ বাড়ি চলে যান। রাত বারোটার দিকে তার দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে তাদের দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তার প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। ততক্ষনে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৈদুতিক শর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। টিকে/এইচএস |