কোভিড-১৯ আক্রান্তগৌরীপুরে শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক আরফান আলীর মৃত্যু |
![]() সোমবার (২৪ জানুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায়ও ভোগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনা পজেটিভ হয়। ১৫ জানুয়ারিতে সর্বশেষ রির্পোট কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসে। নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম। কিন্তু তিনি কোভিড পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন। তিনি কী আবারও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন কি-না, তা আগামী মঙ্গলবার জানা যাবে। মরহুমের প্রথম জানাযা গৌরীপুর সরকারি কলেজ মসজিদ ঈদগাহ ময়দানে ও দ্বিতীয় জানাযা বোকাইনগর ইউনিয়নের রামজীবনপুর নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এইচআই/এইচএস |