অটোরিকশা চালকের লাশ উদ্ধার |
শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িআড়ার মোড়ের পাশের একটি নির্জন স্থান থেকে ওই অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন উদ্দিন (২৬) পাবনার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) শেখ নাসের জানান, আড়িয়ারা মোড় এলাকার একটি নির্জন স্থানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে মোফাজ্জল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। -এআই/এমএ |