বাসচাপায় স্কুলছাত্র নিহত |
![]() বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রামগড় বাজারের শহীদ আবতাবুল সড়কে অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেম্রাচাই মারমা ( ১৬) পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া নিবাসী মংসানাই মার্মার ছেলে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো। জানা যায়, সহপাঠীকে নিয়ে এক শিক্ষকের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ঘটনাস্থলে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আহসান উল্যাহ জানান, নিহতের লাশ ধর্মীয় নিয়মে সৎকার করা হয়েছে। রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান জানান, নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেননি। তারা শান্তি পরিবহনের মালিক পক্ষের সঙ্গে স্থানীয় ভাবে বসে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। -কেএস/এমএ |