গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ |
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান হোসেন সম্রাট (৫৫) পিরোজপুরের পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় এক কিলোমিটার এলাকায় জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস স্টেশনের দু'জন গুরুতর অসুস্থ হয়েছেন। ঘটনার পর পরই বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন হাসপাতালে গিয়ে সবার খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ জানান, আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে কাছে যাওয়া যায়নি। এ সময় ফায়ার সার্ভিসের দু'জন কর্মীও অসুস্থ হয়ে পড়ে। -এসএম/এমএ |