আমি কোনও দল ও সমর্থকদের প্রেসিডেন্ট না: বাইডেন |
![]() ‘আমি সকল মার্কিন জনগণের প্রেসিডেন্ট। আমি কোনও দল ও সমর্থকদের প্রেসিডেন্ট না বলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টা ৪৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে এ কথা বলেন। বাইডেন বলেন, চিৎকার বন্ধ করুন এবং পরিস্থিতি স্বাভাবিক করুন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনও শান্তি নেই। মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের কারণে আজ দিনটি উদযাপন করা সম্ভব হচ্ছে। বাইডেন আরও বলেন, এই নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। এটি আমেরিকানদের দিন। এটি গণতন্ত্রের দিন, ইতিহাস এবং আশা নবায়ন ও সংকল্পের দিন। আমেরিকা পরীক্ষার সম্মুখীন হয়েছিল, আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে। শপথ অনুষ্ঠানে পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা উপস্থিত থাকায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আমি আমার পূর্বসূরিদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজ এখানে উপস্থিত হয়েছেন। এইচএস |