ক্যাপিটলে শপথ নিলেন কমলা |
![]() ওয়াশিংটনের ক্যাপিটলে হিলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস। বুধবার ক্যাপিটল হিলে বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেন উপস্থিত রয়েছেন। আর কমলা হ্যারিসের সঙ্গে রয়েছেন স্বামী ডগলাস এমহফ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটলে এসেছেন। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অভিষেক অনুষ্ঠানে দর্শক সমাগমের উপর নানা বিধি নিষেধ আরোপ করা হয়। ক্যাপিটল দাঙ্গার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বাড়তি কড়াকড়ি করা হয়েছে। অভিষেক অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার জন্য প্রায় ২৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এইচএস |