ঘাতক দালাল নির্মূল কমিটি২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা |
![]() মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুস্প মাল্য অর্পণ করে। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব সুচরিতা দেব, আওয়ামীলীগ নেতা ও কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, ছাত্রলীগ নেতা সানোয়ার পারভেজ পূলক, আখতারুজ্জামান আখতার, সিপিবি নেতা আহসানুল হাবিব বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য আবু মহি উদ্দীন প্রমুখ। এজেড/এইচএস |