মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার |
![]() শাওন আরো জানান, ভাটারায় থাকতেন সাদিয়া। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খবর আসে। আমরা গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শাওন আরও জানান, সাদিয়া কেন আত্মহত্যা করেছেন? কোনও কিছুই পরিবার অনুমান করতে পারছে না। ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি আরো পরিষ্কার হতে পারে। জানা গেছে, বারিস বরষা নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন সাদিয়া। ফটোশুটের ছবিগুলো এখনো প্রকাশিত হয়নি। এইচএস |