ভোটকেন্দ্রের পাশেই ভুড়িভোজের আয়োজন, খাবার জব্দ |
![]() শনিবার সকাল থেকে পৌরসভার ১৩নং ওয়ার্ডের বারখাদা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০০গজ দূরত্বে প্রকাশ্যে এত বড় আয়োজন করে বিরিয়ানি রান্নার আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম সমর্থকদের জন্য এ আয়োজন করেছেন। পরে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ পাতিল ও ১০০ প্যাকেট পোলাও জব্দ করা হয়। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহারের জানান, বিষয়টি আমি জানতাম না, শোনার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ পাতিল ও ১০০ প্যাকেট পোলাও। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়। প্রসঙ্গত, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগে ভোটারদের মধ্যে নারকেল তেল বিতরণ করতে গেলে ১০ হাজার টাকার জরিমানা করা হয়। এর আগে সকাল থেকে কুষ্টিয়ার চারটি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শনিবার সকাল আটটায় সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এবার জেলায় চারটি পৌরসভার মধ্যে কুমারখালী পৌরসভা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হচ্ছে। বাকি কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর পৌরসভা ভোটগ্রহণ| এসআই/এইচএস |