তেল বোঝাই ভ্যান উল্টে চালক নিহত |
![]() নিহতের পরিবারের সদস্যরা জানান, আবুবকর ছিদ্দিক ভ্যানে করে দুই ব্যারেল তেল নিয়ে দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের বটতলা কালিমুল্লাহ হুজুরের মসজিদ সংলগ্ন মিলন নামে এক তেল ব্যবসায়ীর দোকানে উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তায় পরে যায়। এসময় ভ্যানে থাকা তেলের ব্যারেল চাপায় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দৌলতখানে হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মরা যান। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এএম/এইচএস |