বিরামপুর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ চলছে |
![]() শনিবার ভোটের প্রথমদিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পৌর এলাকায় ১৬ টি কেন্দ্রে ৩৬ হাজার ৭শ ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩২জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব ও বিজিবি টহল রাখা হয়েছে। জিএমআরএম/এসআর |