দাগনভূঞাঁ পৌর নির্বাচনে ককটেল বিষ্ফোরণ, আনসার সদস্য আহত |
![]() শনিবার (১৬জানুযারী) সকাল ১০টার দিকে এ ঘটনা পৌরসভার গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় দায়িত্বে থাকা আরিফুল নামের এক আনসার সদস্য আহত হন। এদিকে এ ঘটনায় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোট কেন্দ্রের অদূরে তারেক হোসেন ও সুজন নামের দুজন আহত হয়েছেন। টেবিল ল্যাম্প প্রতিকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিলো উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। জিয়াউল হক হক নামের আরেক প্রার্থী জানান, এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে। সুরুজ মিয়া মিয়া নামের এক ভোটার জানান, তাকে মেরেছে, তার বাবা মাকে মেরেছে। কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ককটেল বিষ্পোরণের বিষয়টি নিশ্চিত করেন। প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করছেন। এসএস/এসআর |