বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নাটক মঞ্চস্থ |
![]() বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেল দুটি নাটক 'এখনো কৃতদাস' ও 'যশোর রোড'। বৃহস্পতিবার রাতে স্থানীয় শেখ মনি অডিটরিয়ামে গোপালগঞ্জ থিয়েটার ও নড়াইল ড্রামা সার্কেল এই মঞ্চ নাটকের আয়োজন করে। ৭১-এর যশোর রোডে পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুয়ের ওপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই কাহিনী অবলম্বনে আব্দুস সবুরের রচনা ও নির্দেশনায় 'যশোর রোড' নির্মিত হয়েছে। জীবন জীবিকার প্রয়োজনে অনেক সম্ভাবনা হারিয়ে যায় গভীর অন্ধকারে। মুখোশধারী তথাকথিত মানুষ মেতে ওঠে নগ্নতায়। তবুও থেমে থাকে না জীবন, নতুন স্বপ্নে, নতুন আশায় চলতে থাকে জীবন। এসব আশা ভরসা নিয়ে নাটক 'এখনো কৃতদাস' মঞ্চস্থ করে নড়াইলের ড্রামা সার্কেল। ![]() গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাটকটি উপভোগ করেন। -এমএইচ/এমএ |