১৩ জানুয়ারী, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) কোন দাতব্য কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির দিন। দুপুরের পর কর্মস্থলে অগ্রগতি হবে। পেয়ে যাবেন সম্মাননা স্মারক। পদস্ত কর্মকর্তার সহায়তায় নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) পাওনাদারের তাগাদা পেতে পারেন। আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। দুপুরের পর ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আশা করা যায়। আমদানি-রপ্তাণী বাণিজ্যে চলতে থাকা জটিলতা কেটে যাবে। ![]() মিথুন (২২ মে-২১ জুন) অবিবাহিতদের বিয়ের বাধা দূর হয়ে যাবে। নবদম্পতিদের প্রেম ভালোবসা বৃদ্ধি পাবে। আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। দুপুরর পর ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু আয়-রোজগার হবে। আর্থিক দেনা-পাওনা মিটিয়ে কিছু টাকা সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাওয়া যাবে। নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। দুপুরের পর থেকে সাংসারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। জীবন সাথীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত লাভের সুযোগ পাবেন। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) সন্তানের ভর্তি সংক্রান্ত বিষয়ে সফল হবেন। সৃজনশীল পেশাজীবীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে। দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিছু বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা। কাজের লোকের সাহায্য আশা করা যায়। আয়-রোজগারের ক্ষেত্রে অনৈতিক পন্থা থেকে বিরত থাকতে হবে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) বহুদিন পর গৃহে আত্মীয়-স্বজনের আগমন হবে। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ। দুপুরের পর থেকে শৈল্পিক কাজে কিছু অর্থ রোজগারের যোগ। সন্তানের সঙ্গে বেড়াতে বের হবেন। প্রেমে ভুল বোঝাবুঝি কমে আসবে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) সকল প্রকার যোগাযোগে আজ সফল হওয়ার দিন। আর্থিক উন্নতিতে অনলাইনের সাহায্য পাওয়া যাবে। দুপুরের পর থেকে সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে। বহু বাধা বিপত্তির পর কিছু প্রত্যাশা পূরণ হতে চলেছে। তবে আত্মীয় স্বজনের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত লেগেই থাকবে। গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির আশঙ্কা।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) বহু দিনের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে। রেস্তোরা ও খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়-রোজগারের সুযোগ পাবেন। দুপুরে বিদেশ থেকে প্রত্যাশিত সংবাদ আশা করা যায়। ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয়ের যোগ। বস্ত্র ও অলঙ্কার ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পাবেন। গণমাধ্যমে কাজের সুযোগ আসতে পারে। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) সামাজিক সাঙ্গঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। দুপুরের পর আয়-রোজগার বৃদ্ধির চেষ্টায় সফল হবেন। জীবন সাথীর সাহায্য লাভের আশা রয়েছে। অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন। সকল দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে দিন। বকেয়া টাকা আদায়ে সফলতা আসবে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগে লাভবান হবেন। দুপুরের পর থেকে ব্যবসায়ীক কাজে সফল্য আসতে শুরু করবে। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজে সফল হতে পারবেন। মানসিক অস্থিরতা ও দুঃশ্চিন্তা কমে আসবে। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) বকেয়া ব্যবসায়ীক পাওনা আদায়ে অগ্রগতি হবে। চাকরিজীবীদের আয়-রোজগার বৃদ্ধির সম্ভাবনা। দুপুরের পর দূরের যাত্রা করতে পারেন। প্রবাসীদের কর্মক্ষেত্রের জটিলতা কাটতে শুরু করবে। আমদানি-রপ্তাণী বাণিজ্যে আশানুরুপ অগ্রগতির সম্ভাবনা। আইনগত জটিলতার সমাধান আশা করতে পারেন।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের আশা। পিতার সাহায্য পাবেন। কর্মস্থলে কোন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। পদস্ত কর্মকর্তার পূর্ণ সহযোগিতা পাবেন। দুপুরের পর ব্যবসায়ীক কাজে সাফল্য লাভ। বড় ভাই-বোনের সাহায্যে পারিবারিক অবস্থার উন্নতি আশা করা যায়। বাড়তি কিছু আয়ের সুযোগ আসবে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |