বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন |
![]() নড়াইলে অনুষ্ঠিত ‘বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে’ এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার নড়াইল-২এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার সার্বিক ব্যাবস্থাপনায় নড়াইল বীরশ্রেষ্ট নূর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এস এম সুলতান একাদশ ৭ রানে বীরশ্রেষ্ঠ নূর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল। পরে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজাসহ উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন এস এম সুলতান একাদশকে প্রাইজ মানি ৩ লাখ টাকা, ট্রপি এবং রানার্স আপ বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ একাদশকে ২ লাখ টাকার চেক তুলে দেন। ![]() জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা (এমপি), বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (সিআইডির ডিআইজি) মোঃ শেখ নাজমুল আলম, বিপিএম (বার) পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান এড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আওয়ামীলীগের নড়াইল জেলা শাখার সভাপতি সুবাস চন্দ্র বোসু সাধারণ সম্পাদক ও সদও উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,স্পন্সর মীনা বাজার ও ওয়ালটন গ্রুপের কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে এস এম সুলতান একাদশ একাদশ জবাবে নূর মোহম্মদ একাদশ-২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। ডিএস/এইচএস |