বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে প্রথম রায়পুরের রাকিব |
![]() রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর বংশী ইউনিয়নের চর বংশী গ্রামের আবদুল হাইয়ের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী রাকিব হোসেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে মাস্টার্স প্রোগ্রামে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভৌত বিজ্ঞান গ্রুপ থেকে সবর্মোট ৮৩১ জন উত্তীর্ণ হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে এমএস ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থী, ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে এই ফেলোশিপ পাচ্ছেন রসায়ন বিভাগের ১৩ শিক্ষার্থী। তারা হলেন, মো. মাহমুদুল হাসান তাসনিম রহমান, মাশরিফা আক্তার মিলি, সেবক সরকার, নাসরিন সুলতানা, মোছা. শিল্পী খাতুন, সামিরা জেরিন খান, তাহমিনা বিনতে সিরাজ, সুমিত কর্মকার, ইমরোজ মোহাম্মদ, মো. রফিকুল ইসলাম, এস এম আবু নাঈম ও সুমন হোসাইন। এছাড়াও এই ক্যাটাগরিতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের ২০ জন, পদার্থ বিজ্ঞানের ৫ জন, গণিত বিভাগের একজন, পরিসংখ্যান বিভাগের ৬ জন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন। জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ১৬ জন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৭ জন, প্রাণী বিজ্ঞান বিভাগের একজন, অনুজীব বিজ্ঞান বিভাগের ৯ জন, প্রাণ রসায়ন বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেন। শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪শ টাকা ও পিএইচডি গবেষক ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রথম স্থান অর্জনকারী রাকিব হোসেন বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে মাস্টার্স প্রোগ্রামের শিক্ষাথীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং গবেষণা ফান্ড দেয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছে এই কারণে যে, আমি বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার গবেষণা এগিয়ে নিতে পারি। -ওএম/এমএ |