১১ জানুয়ারী, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) সকল প্রতিকূলতাকে জয় করে সাফল্য লাভ করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চলতে থাকা বাধা কাটতে শুরু করবে। জীবিকার জন্য বিদেশ যাত্রা বা দূর দেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) আয়-রোজগার বৃদ্ধি পাবে। পাওনাদারের সঙ্গে চলতে থাকা মতানৈতিক্য কাটিয়ে উঠতে পারবেন। ব্যাংক ঋণ প্রাপ্তির প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। অসুস্থ আত্মীয় কুটম্বকে দেখতে হাসপাতাল যেতে হবে। শেয়ার ব্যবসায় আজ কাঙ্খীত লাভ হবে। ![]() মিথুন (২২ মে-২১ জুন) জীবন সাথীর নিকট থেকে প্রেম পূর্ণ ব্যবহার পেতে পারেন। অবিবাহিত প্রেমিক জুটি আজ বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভ হবে। ব্যবসায়ীক জীবনে নতুন কোন ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা দেখা দেবে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) অধিনস্ত কর্মচারীদের দ্বারা আজ লাভবান হওয়ার দিন। মানসিক অস্থিরতা কমে যাবে, ফলে আশানুরুপ আয়-রোজগারে হবেন সফল। আজ পূর্বের কোন ভুল শুধরে নেওয়ার দিন। শারীরিক ও মানসিক বলে আজ থাকবেন বলিয়ান। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) রোমান্টিক সম্পর্কে আজ অগ্রগতি হবে। প্রিয় মানুষটির সাথে নীড় বাধার স্বপ্ন পূরণের দিন। সন্তানের উচ্চ শিক্ষায় সাফল্য আপনাকে গর্বিত করবে। ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে। শিল্পী ও কলাকুশলীদের কাজে আজ সফল হওয়ার দিন। বিশেষ করে অভিনয় শিল্পীদের আজ কাজে অগ্রগতি হবে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) আত্মীয়-স্বজনের সাহায্য পাবেন। কোন প্রভাবশালী আত্মীয়র কল্যাণে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজ যানবাহন ক্রয় করার দিন। গৃহের জন্য কিছু সাজসজ্জার সরঞ্জাম ক্রয় করতে হবে। মায়ের সাহায্য পাওয়ার আশা।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) বিদেশ থেকে ভালো কোন সংবাদ পাবেন। বৈদেশিক যোগাযোগে আজ অগ্রগতি হবে। অনলাইনের বস্ত্র ও প্রসাধনীর ব্যবসায়ীরা ভালো লাভের আশা করতে পারেন। ছোট ভাই -বোনের বিবাহ শাদীর যোগ। সাংবাদিক সাহিত্যিক ও প্রকাশকদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) সকালের দিকে আর্থিক অনিশ্চয়তা ভোগালেও তা দুপুর হতে হতে কেটে যাবে। ব্যবসায় আশানুরুপ আয়-রোজগারের সুযোগ পাবেন। বকেয়া বেতন ও বিল আদায় করার চেষ্টায় অগ্রগতি হবে। কিছু অর্থ সঞ্চয় করার সুযোগ আসবে। আজ কোন সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) প্রেম ভালোবাসা ও সৃজনশীল কাজে আজ সফল হওয়ার দিন। মনের মধ্যকার সকল সন্দেহ, ভয় দূর হয়ে যাবে। মানসিক ভাবে চাঙ্গা থাকার কারণে যে কাজে হাত দেবেন আজ তাতেই সফল হতে পারবেন। জীবন সাথীর সহায়তায় পারিবাকি জীবন সুখময় হয়ে উঠবে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠলেও প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয়ে অর্থ ব্যয়ের যোগ। প্রবাসীদের দিনটি বিবাহ শাদীর। ট্রাভেল এজেন্সী ও ট্যুর অপারেটরদের আয়-রোজগার বৃদ্ধি পাবে। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ব্যবসা বাণিজ্যে ও কর্মক্ষেত্রে বন্ধুর সহায়তা পাওয়াতে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ঠিকাদারী কাজের বকেয়া বিল আদায় হবে। শিল্পী কলাকুশলীদের আটকে থাকা সম্মানী লাভের দিন। বড় ভাই-বোনের আগমন হতে পারে।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শিল্পী ও কলাকুশলীরা নিজের কাজের জন্য হবেন প্রশংসিত। আয়-রোজগারের চেষ্টায় সফলতা আপনার সামাজিক মর্যাদাকে বাড়িয়ে দেবে। সাঙ্গঠনিক ও রাজনৈতিক কাজে সম্মানিক হবেন। পিতার সঙ্গে সম্পর্কের টানাপোড়ন দূর হয়ে যাবে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |