১০ জানুয়ারী, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) বাবার শরীর নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকবে সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) ভ্রমণের জন্য উৎসাহিত না হওয়ায় ভালো। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। কর্মস্থলে প্রচুর সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোন ইচ্ছা পূরণ হতে পারে। তবে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ![]() মিথুন (২২ মে-২১ জুন) সন্তানের কোন ভালো জিনিস আপনাকে অবাক করবে। বিনিয়োগী কোন ব্যবসার ফল ভালো পাওয়া যাবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয়ও বাড়বে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। সারাদিন কোন কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। পুরানো পাওনা আদায় হতে পারে। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা। উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে। বাড়িতে কিছু চুরি যেতে পারে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূলে নয়। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। দাম্পত্য সুখে কাটবে দিন। প্রেমে টইটুম্বুর হতে পারেন আজ। সারাদিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোন সমস্যা থাকবে না।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দেখা হতে পারে পুরানো কোন বন্ধুর সঙ্গে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান বাড়তে পারে।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) আর্থিক কোন সুবিধা পেতে পারেন। বাড়িতে কোন কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। পড়াশোনার দিকে খারাপ কিছু ঘটতে পারে। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) কর্মে বদলির আশঙ্কায় মানসিক চাপ। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু তা বাড়তে পারে। ব্যবসায় অশুভ সংকেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা দেখা দেবে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হবে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) বিদ্যা চর্চার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভালো কোন খবর আসতে পারে। হজমের গণ্ডগোল হতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। অযথা ব্যয় বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন। অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |