০৮ জানুয়ারী, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) বহুদিন ধরে বিয়ের কথাবার্তা চললেও যারা সময় সুযোগের কারণে বিবাহ করতে পারেননি তাদের বিবাহ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে জীবন সাথীর কোন স্বপ্ন পূরণ করতে পারেন। অংশিদারী কাজে সফল হতে পারবেন। আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) হঠাৎ করেই শারীরিক ও মানসিক অবসাদে ভুগতে পারেন। ব্যবসায় বন্ধুর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। আয়-রোজগারের ক্ষেত্রে বাধা বিপত্তির আশঙ্কা। অধিনস্ত কর্মচারীর ওপর নির্ভর করার কারণে ব্যবসায়ীক ক্ষতির শিকার হতে পারেন। কাজের লোকদের ওপর বিরক্ত না হওয়াই উত্তম। ![]() মিথুন (২২ মে-২১ জুন) সন্তানের মেধার বিকাশে তাকে নিয়ে বেড়াতে যেতে পারেন। রোমান্টিক সম্পর্কে চলতে থাকা ভুল বোঝাবুঝি, মান-অভিমানের অবসান হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগ ফিরে আসবে। কারো সঙ্গে যৌথ প্রযোজনার কোনো কাজে অংশ নিতে পারেন। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) গৃহে বহুদিন পর আত্মীয়-স্বজনের আগমন হতে পারে। আয়-রোজগারের ক্ষেত্রে পারিবারিক সাহায্য সহযোগিতা আশা করা যায়। মায়ের স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ। যানবাহন ক্রয় বিক্রয়ে সফল হবেন। নতুন আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) ছোট ভাই-বোনের মাধ্যমে বিদেশে প্রবাসী হওয়ার সুযোগ পেতে পারেন। সাহিত্যিক, গল্পকার ও নাট্যকারদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। কিছু সম্মানী অগ্রীম পেতে পারেন। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভের আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে বিদেশি অর্ডারের আলাপ আলোচনায় সফলতা আসবে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিবাহ শাদীতে অংশ নিতে পারেন। ভোজন রসিকদের দিনটি ভালো যাবে। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। গৃহে আত্মীয় কুটম্বর আগমন হবে। বস্ত্র ও প্রসাধনী ক্রয়ের যোগ প্রবল। হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) শারীরিক ও মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারবেন। সামাজিক, সাঙ্গঠনিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসবে যা আপনার সম্মান ও মর্যাদাকে বাড়িয়ে দেবে। আর্থিক উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) ফলে সকাল সকালই বাজার সদাই করতে অর্থ ব্যয় করতে হবে। বিদেশ থেকে পেতে পারেন কোন ভালো সংবাদ। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায় আয়-রোজগার বৃদ্ধিও সম্ভাবনা। প্রবাসীদের কর্মস্থলে পদোন্নতির দিন। দূরে কোথাও যাত্রার সম্ভাবনা। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) কোন বন্ধুর স্থাবর সম্পত্তি বা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার সুযোগ আসবে। বড় ভাই-বোনের সহায়তায় পারিবারিক ক্ষেত্রে অগ্রগতি হবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের যোগ। ব্যবসায়ীক বকেয়া কিছু বিল আদায় হতে পারে। বাড়িতে বড় ভাই-বোনের আগমন হবে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) চাকরি সংক্রান্ত কোন তদবিরে সফল হতে পারবেন। প্রভাবশালী রাজনৈতিক নেতার হস্তক্ষেপে রাজনৈতিক জীবনে সফল হতে পারবেন। পিতা বা পিতৃস্থানীয় কারো সম্পত্তি লাভের চেষ্টায় সফলতা। পদোন্নতি সংক্রান্ত আলোচনায় প্রভাবশালী আমলার সহায়তা লাভ। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য কিছু অর্থ দান করতে হবে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে শিক্ষকের সাহায্য পাবেন। আধ্যাত্মীক সাধকের সাহায্য লাভে সফল হতে পারেন। ভাগ্য উন্নতির বিশেষ সুযোগ আসবে। উচ্চ শিক্ষায় শিক্ষকের পরামর্শ লাভ।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সকাল সকালই গৃহে পাওনাদারের আগমন যোগ। রাস্তাঘাটে বা দূরের যাত্রায় হতে হবে সতর্ক। কারো সঙ্গে কোন প্রকার ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ কাজে থেকে সতর্ক থাকুন। পুরানো কোন জটিলতার কারণে পুলিশী হয়রানির আশঙ্কা।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |