প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিচ্ছেন রাখি |
![]() সম্প্রতি দেশীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাখি। মুখ খুলেছেন নিজের প্রেম এবং বিয়ে নিয়ে। রাখি জানান, সবকিছু ঠিক থাকলে ২০২১ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পাত্র হিসেবে ব্যবসায়ী প্রেমিককেই বেছে নিয়েছেন এ তারকা। রাখির হবু বর সর্ম্পকে জানতে চাইলে এখনই বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, প্রেমিকের সঙ্গে আড়াই বছরের পরিচয় হলেও তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠে দেড় বছর আগে। রাখির ভাষায়, ‘সবকিছু এখনই বলে দিতে চাই না, সিক্রেট থাকুক। দেড় বছর ধরে আমরা রিলেশনে আছি। আমাদের দুজনের পরিবারেই বিষয়টি জানে। এর বাইরে তেমন কেউই জানে না। আমি চেয়েছি সুন্দর সময়ে সবাইকে সুখবরটা দেবো।’ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২০১০ সালে শোবিজ দুনিয়া পা রাখেন মাহবুবা ইসলাম রাখি। ছোটপর্দায় তার অভিষেক ঘটে তৌকীর আহমেদ পরিচালিত ‘বিস্ময়’ নাটকে অভিনয় করে। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন রাখি। -এমএ |