For English Version
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
হোম

ভাস্কর্য ভাঙার দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ : নিক্সন চৌধুরী

Published : Sunday, 3 January, 2021 at 2:14 PM Count : 433

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তি। কোন অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।  শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজউদ্দিন ঈদগাহ মাঠে জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এ সব কথা বলেন। 

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, তাজবিরুল হক অনু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ যুবলীগ কেন্দ্রিয় নেতাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথিগণ কেন্দ্রিয় যুবলীগের লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। 

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবে। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখায়, যতই সাহস দেখায় সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তাঁর পরে কোন নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে। তিনি তাদেরকে বিগত দিনে বিএনপি জামায়েত নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন।

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। তিনি বলেন, যুবলীগের অনেক বদনাম আছে। পেছনের দিকে তাকালে চলবেনা। মনে রাখতে হবে জামায়াত বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যা দেবেন। তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এর বাইরে গেলে কারোর অস্থিত্য থাকবেনা। তবে বাংলাদেশ নিরাপদ থাকবে। মানুষ শান্তিতে থাকবে।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, কেন্দ্রিয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটোয়ারী, সৈয়দা সানজিদা শারমীন, এ্যাডভোকেট জয়নাল আরেদিন রিগ্যান, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন, এবিএম ফরিদ উদ্দিন জীবন, আশফাক আহমেদ চৌধুরী, জহিরুল আমিন জহির। এ সময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এমইউ/এইচএস 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft