শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Published : Wednesday, 30 December, 2020 at 5:08 PM Count : 293
লক্ষ্মীপুরের রামগতিতে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) চরগাজী শাখা অফিসের প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সংস্থাটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিসু সাহা নিক্কন ও মো. মিজান।
আরও উপস্থিত ছিলেন, কোডেক’র এলাকা ব্যবস্থাপক মো. রুহুল আমিন হাওলাদার, শাখা ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন, উপ-শাখা ব্যবস্থাপক সামছুল আরাফাত প্রমূখ।
এ সময় চরলক্ষ্মী, চর আফজল ও বড়খেরী এলাকার শীতার্তদের মাঝে একশত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
-এমএ