অছাত্র বিবাহিত মাদক কারবারী বাউফল ছাত্রদলের কমিটিতে
Published : Wednesday, 30 December, 2020 at 2:01 PM Count : 390
পটুয়াখালীর বাউফলে বিবাহিত, অছাত্র, ছাত্রলীগ-শিবির থেকে অনুপ্রবেশকারী, মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের নিয়ে ঘোষিত উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিএনপি দলীয় সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তৌসিফুর রহমান রাফা ও পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ।
লিখিত বক্তব্যে তারা বলেন, নিয়ম নীতি লংঘন করে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করে বিতর্কীতদের নিয়ে ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা কমিটির আহবায়কের বিরুদ্ধে জামায়াত শিবিরের রাজনীতি করার প্রমানসহ একটি লিখিত আবেদন জমা দেয়া হয়েছিল জেলা কমিটির কাছে। কিন্তু সেই লিখিত আবেদন আমলে নেয়া হয়নি।
কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বিবাহিত, তার বিয়ের কাবিন নামার কপি এবং শশুরবাডীর লোকজনের সাক্ষাতকারের অডিও-ভিডিও ক্লিপ সংশ্লিষ্টদের কাছে জমা দিলেও জেলা নেতৃবৃন্দ এ বিষয়ে পদক্ষেপ নেননি।
এছাড়া পৌর কমিটির সদস্য সচিব সাদেকুজ্জামান রাকিবসহ একাধিক সদস্য বিবাহিত, একজন সদস্যের বিরুদ্ধে বাউফল থানায় মাদকের মামলাও রয়েছে। কমিটির একাধিক যুগ্ম আহ্বায়ক সহ কয়েকজন সদস্য ঢাকায় স্থায়ী ভাবে বসবাস ও ব্যবসা করেন। একই পরিবারের দুই সহোদর ভাইকে যুগ্ম আহ্বায়ক পদে অর্ন্তভুক্ত করা হয়েছে। অথচ অনেক ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীর নাম কমিটিতে নেই। আমরা ঘোষিত কমিটি প্রত্যাখান করছি এবং অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত রোববার মুজাহিদুল ইসলামকে আহ্বায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্র দলের এবং আবদুল্লাহ আল ফাহাদকে আহ্বায়ক ও সাদেকুজ্জামান রাকিবকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটির অনুমোদন দেন পটুয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি মোঃ শফিউল বাশার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল নয়ন।
এএস/এইচএস