For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিএডিসির প্রতিবাদ সমাবেশ

Published : Wednesday, 30 December, 2020 at 11:04 AM Count : 758

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে রাজধানীর দিলকুশায় বিএডিসি’র সদর দপ্তরস্থ কৃষি ভবনসহ বিএডিসি’র সরেজমিন দপ্তর সমন্বয়ে সমগ্র বাংলাদেশের ৩৫টি স্থানে একযোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বিএডিসি’র সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, সিবিএসহ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাঙালির মুক্তিসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রতীক। যার জন্ম না হলে বাংলাদেশ পেতাম না, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অবমাননার শামিল। ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরোধীতা করেছিল , যারা ’৭৫ সেই কালরাতে বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল সেই প্রতিক্রিয়াশীল, স্বাধীনতাবিরোধী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য শিল্পের বিরুদ্ধে উসকানিমূলক হুমকী-বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার অপচেষ্টা করছে। ইতিমধ্যেই তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করেছে, যা কেবল ধৃষ্টতা নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। তাদের এই দুষ্কর্ম বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী। তাদের এসব কর্মকান্ড মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ।

যখন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে তর তর করে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এই সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহ কর্মকান্ড বাংলাদেশের অব্যাহত অগ্রতির অভিযাত্রাকে ব্যাহত করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার একটি পরিকল্পিত অপচেষ্টা। স্বাধীন বাংলাদেশের উন্নয়ন ওদের আঁতে আঘাত করেছে, তাই স্বাধীনতা যাঁর হাত ধরে পেয়েছি তাঁর নামেই তাদের ক্ষোভ-হিংসা-বিদ্বেষ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, আমরা অবিলম্বে এই ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকান্ডসমূহের মদদদাতা ও অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। একই সাথে সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারীদের মূলোৎপাটনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারা বেছে নিয়েছে এমন একটা সময় যখন আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনলগ্ন পালন করতে যাচ্ছি। তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের সচেতন ভূমিকা কামনা করছি।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মোঃ সায়েদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। তিনি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, তিনি আমাদের অহংকার ও গর্ব।  বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত করা মানে বাংলাদেশের উপর আঘাত করা। একাত্তরের পরাজিত শক্তি ও ধর্মান্ধরা এই ঘৃণ্য হামলা চালিয়েছে। আমরা জাতির পিতার অবমাননার তীব্র প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জানাই। এ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের কাছে আহবান জানাই। আর কোন অপশক্তি বঙ্গবন্ধুর উপর আঘাত করার যেন সাহস না পায় সে জন্য আমাদের সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, বিএডিসি বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সংস্থা। বঙ্গবন্ধু স্বাধীনতার পর ১৯৭২ সালে বিএডিসি’র কৃষি ভবনে এসেছিলেন। তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিএডিসিকে পুনগর্ঠিত করেছিলেন। বিএডিসি পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কৃষির উন্নতি হলে দেশ উন্নত হবে। বিএডিসি’র চেয়ারম্যান সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার জন্য আহবান জানান। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু পরিষদ, বিএডিসি’র সভাপতি রিপন কুমার মন্ডল বলেন, ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের পরাজিত শক্তিকে পরাজিত করতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে বাংলাদেশকে সেই ডিসেম্বরেই আঘাত করা হলো কেন সেটি আমাদের ভাবতে হবে। জাতীয় সংগীত যারা গায়না, যেখানে গাওয়া হয়না, সেসব জায়গা থেকে জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাত এসেছে। বঙ্গবন্ধুর উপর আঘাত করলে বঙ্গবন্ধু পরিষদ এটিকে প্রতিরোধ করবে। 

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান ধারণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মোঃ সায়েদুল ইসলাম, সংস্থার সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ড. এ কে এম মুনিরুল হক, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) জনাব মোঃ আরিফ, সদস্য পরিচালক (অর্থ) জনাব মোঃ আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) জনাব মোঃ নূরনবী সরদার এবং সংস্থার সচিব জনাব মোঃ আনোয়ার ইমাম উপস্থিত ছিলেন। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু পরিষদ, বিএডিসি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রিপন কুমার মন্ডল, সহসভাপতি জনাব ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সহসভাপতি জনাব পলাশ হোসেন, বিএডিসি সিবিএ এর সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম সোহেল। বঙ্গবন্ধু পরিষদ, বিএডিসি এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক জনাব মোঃ জয়নুল আবেদীন।  বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং বঙ্গবন্ধুর প্রতি যেকোনো আঘাত প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ২০২০ তারিখ রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাংচুর চালায়। এতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তারই পরিপ্রেক্ষিতে সারাদেশে প্রতিবাদের যে ঝড় উঠে এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু পরিষদ, বিএডিসি এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft