বঙ্গবন্ধুর ম্যুড়ালসহ সড়কে নামকরণ ফলক স্থাপন |
![]() উপজেলার প্রকৗশলী আসিফ ইকবাল রাজীব জানান, উপজেলা পরিষদের অর্থায়নের উপজেলা পরিষদ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রস্তাবিত একটি ম্যুড়াল হবে। তা ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য এই উপজেলার কদমতলা-বালারহাট সড়কটি বীরপ্রতীক বদরুজ্জামান মিয়ার নামে নামকরণ করা হচ্ছে। সেখানে তার আর্তজীবনীসহ নাম ফলক উম্মোচণ করা হবে। অন্যদিকে ফুলবাড়ী থানা-গংগারহাট সড়কে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান নামে নাম ফলক উম্মোচন করা হবে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এ গুলোর কাজ চলমান রয়েছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান জানান, শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দুইটি সড়কের নামকরণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা এদেশের সূর্যসন্তান। পরবর্তী নতুন প্রজন্মের কাছে তাদের স্মৃতি তুলে ধরতে বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে। এগুলো ইতিহাস হয়ে থাকবে। এসি/এইচএস |