অপরাধ দমনে গ্রামে গ্রামে পুলিশের জনসংযোগ সভা |
![]() ভোলার লালমোহনে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য-বিবাহ, সাইবার ক্রাইমসহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ স্থানীয়দের নিয়ে এ জনসংযোগ সভা করেন। এসময় তিনি বিভিন্ন সমাজিক অপরাধ প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন। ওসি মুরাদ বলেন, প্রতিটি গ্রামের মানুষ যদি সচেতন থাকে তাহলে সমাজ থেকে অনেকাংশে অপরাধ প্রবণতা কমে যাবে। এতে করে আমরা পাবো একটি সুশৃঙ্খল ও সুন্দর সমাজ। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে যেকোনো অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুলিশ সর্বদা অপরাধ দমনে সকলকে সহযোগিতা করবে। এসময় বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এইচপি/এইচএস |