জাতীয় পার্টির নেতা ইঞ্জিনিয়ার এম এ সাত্তার আর নেই |
![]() নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রায়পুরা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এম এ সাত্তার আর নেই। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে হৃদরোগ আক্রান্ত হয়ে তার গ্রামের বাড়ী নরসিংদীর রায়পুরা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামে মৃত্যু বরণ করেন। আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকালে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৫)। ইঞ্জিনিয়ার এম এ সাত্তার তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার জানাজায় কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। টিকে/এইচএস |