রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কনক্রিটিংয়ের কাজ সম্পন্ন |
![]() এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আরও একধাপ এগিয়ে গেলো। শুক্রবার রাতে রোসাটমের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবকাঠামো নির্মান প্রকল্পের ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাস্টোসকিন জানান, ‘এটি নির্ধারিত সময়সীমার প্রায় এক মাস আগে শেষ হলো। যা প্রকল্পের অগ্রগতিতে একটি মাইলফলক।’ জানা গেছে, এতে চতুর্থ স্তরের লক্ষ্যমাত্রার প্রথম ইউনিটের আভ্যন্তরীণ অংশের ইনার কন্টেইনমেন্টের +৩৮.৫০০ মি পূরণ হলো। রোসেম ট্রাস্ট এলএলসি কোম্পানির কুঠি বিশেষজ্ঞরা এর অভ্যন্তরে ১০৪৪ ঘনমিটার কনক্রিট ব্যবহার করেছেন। বর্তমানে নির্মান শ্রমিকরা কন্টেইনমেন্ট ডোম অংশের যত্রাংশ প্রস্তুত শুরু করেছে। পরিকল্পনা অনুসারে ভেতরের কন্টেইনমেন্ট ডোমের স্টিলের কাঠামো ও কনক্রিটের কার্যক্রম ২০২১ সালের জুলাই মাসে সম্পন্ন হবে। ইমেইল বার্তায় বিশেষজ্ঞের বরাত দিয়ে আরও জানানো হয়, এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপুর্ন অংশ হলো আভ্যন্তরীন কন্টেইনমেন্ট। এটি পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো প্রতিহত করে। প্রকল্প অনুসারে রাশিয়ান নকশা ও ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এই কেন্দ্রে মোট ২টি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ রিয়াক্টর থাকছে। এই প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এটোমস্ট্রয়এক্সপোর্ট (রোসাটমের যন্ত্র প্রকৌশল শাখা)। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। চলমান বৈশ্বিক মহামারী করোনাকালেও রূপপুর প্রকল্পের উন্নয়ন কাজ বন্ধ হয়নি। বরং দ্রুত গতিতে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। কেএমএইচ/এসআর |