মেয়র প্রার্থী সিমকীর মনোনয়পত্র বাতিল |
![]() বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, যাচাই বাছাইয়ে ফারজানা জুবাইদী সিমকীর তথ্যে অসঙ্গতি পাওয়া যায়। ১০০ জন ভোটার সমর্থকের তালিকায় দু'জন ভোটার অন্য জায়গার। নির্বাচন বিধি অনুসারে তথ্যে অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্য ৩ প্রার্থী- আওয়ামী লীগের রমজান আলী, বিএনপির আতাউর রহমান আতা, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) নাসির উদ্দিন যাদুর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীর যাচাই বাছাই চলছে। -এএ/এমএ |