For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

করোনার সংক্রমণ কমছে সৌদিতে

Published : Thursday, 3 December, 2020 at 11:39 AM Count : 273

সৌদি আরবে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ কমছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ২৪৯ জন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন। সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৮৭২ জন, সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৫১৩ জন ও মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৯ জন।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সর্বমোট ৯৮০ বাংলাদেশির। এদের মধ্যে রিয়াদ অঞ্চলে ৫২০ এবং জেদ্দা অঞ্চলে ৪৬০ জন।

সৌদি আরবের বৃহৎ শহরে দুই ডিজিট এবং ছোট শহরগুলোতে এক ডিজিটে নেমেছে সংক্রমণের হার। জাতীয় পর্যায়ে এখন ৩ ডিজিট থাকলেও শীঘ্রই দুই ডিজিটে নামার প্রত্যাশা রয়েছে। সেই লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য বিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় শুধুমাত্র গত এক সপ্তাহে জরিমানা ও শাস্তি দেওয়া হয়েছে ১২ হাজার ৮৫৫ জনকে।

মক্কার মসজিদুল হারামে কয়েকজন ওমরাহ যাত্রীর করোনা চিহ্নিত হওয়ায় আরও জোরদার করা হয়েছে ভাইরাস ও জীবাণুমক্তকরণ তৎপরতা। তাছাড়া কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বাস্থ্যবিধিতে। থার্মাল ক্যামেরার মাধ্যমে বাড়িছে তাপমাত্রা পর্যক্ষণের মাত্রা।

মহিলা ওমরাহকারীদের সেবায় নিয়োগ দেওয়া হয়েছে আরও বেশি নারী। স্বেচ্ছাসেবীর সংখ্যাও বেড়েছে কয়েকগুণ।

এছাড়াও, হারামাইন কতৃপক্ষ গঠন করেছে 'পরিবেশ ও স্বাস্থ্য রক্ষা' বিভাগ নামে একটি স্বতন্ত্র শাখা।

-এসসি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft