টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী |
![]() এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত থাকা চট্টগ্রাম নামবে আগে ব্যাট করতে। রাজশাহী এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে জিতেছে ২টিতে। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম। ডানহাতি অফস্পিনার সঞ্জিত সাহা দ্বীপের বদলে তারা দলে নিয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। অন্যদিকে ডানহাতি পেসার রেজাউর রহমানের জায়গায় আরাফাত সানিকে দলে নিয়েছে রাজশাহী। মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ। গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, সৈকত আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। এসআর |