দিরাই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল |
![]() মঙ্গলবার (১ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়। সূত্র মতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিল পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন তাদের মনোনয়নপত্র জেলা নির্বাচন অফিসার ও দিরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন ও দিরাই উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হকের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে মনোনয়নপত্র যারা দাখিল করেছেন, তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বিশ্বজিৎ রায়, বিএনপি মনোনীত মোঃ ইকবাল হোসেন চৌধুরী, জমিয়ত মনোনীত লোকমান আহমদ, জাতীয়পার্টি মনোনীত অনন্ত মল্লিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোশাররফ মিয়া, এম আব্দুল কাইয়ুম, সফিকুল ইসলাম সফিক, রশিদ মিয়া। এবি/এইচএস |