কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন দাখিল |
![]() প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের মো. কাজিউল ইসলাম, বিএনপি’র মো. শফিকুল ইসলাম (বেবু), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজার রহমান, মো. আবু বকর সিদ্দিক ও মো. সাইদুল হাসান দুলাল। এছাড়াও কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন পত্র দাখিল করা হয়। জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে একজন করে প্রার্থী দলীয় এবং স্বতন্ত্র পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কমিশনার পদে ৫১ টি ও সংরক্ষিত মহিলা পদে ১৩ টি মনোনয়ন দাখিল করেন। এইচএস |