ভারতে নিযুক্ত হাই কমিশনারের সাথে বাংলাবান্ধায় স্টেকহোল্ডারদের মত বিনিময় |
![]() তেঁতুলিয়া ডাকবাংলোর বেরং কমপ্লেক্সে মতবিনিময় সভায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান দেশের চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থল বন্দরের স্টেকহোল্ডারদের সাথে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের সমসাময়িক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বন্দরের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ে বিভিন্ন সমস্যা সম্ভবনার কথা উঠে আসে। সোমবার বিকেল এক ঝটিকা সফরে ভারতের ফুলবাড়ী হয়ে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। এরপর উপজেলার বেরং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। সভায় বন্দরের সমস্যা নিরসনে ও উন্নয়ন সম্ভাবনার মহা পরিকল্পনার জন্য বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতিবেদন আকারে পাঠানোর জন্য নির্দেশনা দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। এসময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আমদানি রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিঃ এর পরিদর্শক সারোয়ার আলম, ১৮বিজিবি অধিনায়ক খন্দকার আনিছুর রহমান আনিছ, কাস্টম সহকারী কমিশনার আবু জাফর মো. রায়হান, পুলিশ সুপার মো. ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। এসকে/এইচএস |