বাগমারায় কৃষকের গাছ কেটে জমি দখলের অভিযোগ |
![]() সূত্রে জানা যায়, প্রতিপক্ষ বহিরাগত ক্যাডার বাহিনী ভাড়া করে জমিতে রোপিত মেহগুনি, ইউক্যালেকটাস ও পানবরজ কেটে জমি দখলে নিয়েছে।দিন ভর সন্ত্রাসী কায়দায় লোহার রড, সাবল, হাঁসুয়া নিয়ে বহিরাগত ক্যাডারবাহিনীদের অপতৎরতায় এলাকাবাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জমি রক্ষার্থে রোববার (২৯ নভেম্বর) ভুক্তভোগী কৃষক বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও গ্রামবাসী জানান, সুলতান মাহমুদ তার ভোগ দখলীয় জমিতে পানবরজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। এতে একই এলাকার জফির উদ্দিনের ছেলে কফিল উদ্দিনের কুনজরে পড়ে। তাই জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সুলতান মাহমুদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে রোপিত গাছ কফিল উদ্দিন (৪৮), তার ছেলে উজ্বল হোসেন (২০), পিতা জফির উদ্দিন (৭০), ভাই তোফাজ্জল হোসেন (৪৫), সাইফুল ইসলাম (৩৮)সহ বহিরাগত ২০/২৫ জন মিলে কেটে ফেলে। খবর পেয়ে কৃষক সুলতানের পরিবার জমিতে গিয়ে তাদের বাঁধা দিলে প্রতিপক্ষ কফিল, তার ছেলে, ভাই ও তার ভাড়াটে ক্যাডার বাহিনী সুলতান মাহমুদসহ তার পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। অভিযোগকারী সুলতান মাহমুদ জানান, প্রতিপক্ষ কফিল উদ্দিন ও তার ছেলে উজ্বল গত কয়েক দিন ধরে পথে ঘাটে তাকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে সে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। এদিকে গ্রামের আব্দুর রশিদ, আব্দুল মতিন, মুনসুর রহমান, সাবের আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় এধরনের জমি দখল তারা আগে কখনও দেখেননি। প্রকাশ্যে দিনে-দুপুরে বহিরাগত সন্ত্রাসীদের ভয়ে স্থানীয়রা কোন মুখ খুলতে পারেনি। গ্রামবাসীর আশংকা বাধাঁ দিলে হয়তো এলাকায় রক্তের বন্যা বয়ে যেত। এদিকে অভিযুক্ত কফিল উদ্দিন জানান ঘটনার দিন জমিজমা নিয়ে কিছুটা উত্তজনার ঘটনা ঘটেছে তবে তা অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এএইচ/এইচএস |