দীঘিনালা জোনের প্রতিবন্ধী হাছান আলীর সন্তানদের লেখাপড়া অনুদান প্রদান |
![]() অসহায় ও দরিদ্র প্রতিবন্ধী হাছান আলীর সন্তানদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে ৩ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) জোন সদরে দীঘিনালায় কবাখালী ইউনিয়নে হেডম্যান পাড়া এলাকার মোঃ হাছান আলী হাতে অনুদান প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। অনুদান প্রদানকালে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দীঘিনালা জোন পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, মোঃ হাছান আলী শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সংসারের ছয় সদস্যের ভরণ-পোষণ এবং চার সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে নেওয়া এক অসহায় প্রতিবন্ধী পিতার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাঅবস্থায় দীঘিনালা জোন বিষয়টি অবগত হলে মো. হাছান আলীর চার সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অসহায় ও দরিদ্র পিতার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন। এসআর/এইচএস |