শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, নিহত ৬ |
শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন। বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশটির উপচেপড়া কারাগারগুলোর প্রায় এক হাজার বন্দি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ কারণে আতঙ্কিত বন্দিরা নিরাপত্তা ও জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি করে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দাঙ্গাকারী বন্দিরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয় এবং পরে অগ্নিনির্বাপক বাহিনী আগুন নেভায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের রক্ষীরা গুলি ছোড়ে। পরে এতে হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কারাগারের আশপাশের বাসিন্দারা কারাপ্রাঙ্গণে ‘বিশাল আগুন’ দেখেছেন। পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, মাহারা কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা চেষ্টা করেছেন। মাহারা কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য অভিজাত পুলিশ কমান্ডোদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের ৫টি দলও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রোহানা। -এমএ |