For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

পঞ্চগড় মুক্ত দিবস পালিত

Published : Sunday, 29 November, 2020 at 2:15 PM Count : 436

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে।

দীর্ঘ ৭ মাস যুদ্ধের পর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সাড়াশি আক্রমণে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।

সে দিন পঞ্চগড়ে উড়িয়ে দেয়া হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই থেকে আজও দিনটিকে স্মরণ করে আসছে পঞ্চগড় জেলাবাসী।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে সকাল ৯টায় পঞ্চগড় সার্কিট হাউজে চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও জেলা পরিষদ চত্বরে বধ্যভূমি বেদিতে পুস্পস্তবক অর্পণ এবং শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান, এ টি এম সারোয়ার হোসেন, সায়খুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নান।

জেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত, মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা মো. সায়খুল ইসলাম জানান, দীর্ঘ সাড়ে ৭ মাস ধরে এ এলাকায় বিচ্ছিন্ন ভাবে যুদ্ধ চলতে থাকে। জুলাই মাসে শুরু হয় গেরিলা যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের অব্যাহত গেরিলা আক্রমণের তীব্রতায় পর্যদুস্ত হয়ে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদররা প্রাণ ভয়ে পালাতে শুরু করে। নভেম্বর মাসে মুক্তি বাহিনীর সঙ্গে ভারতীয় মিত্র বাহিনী যৌথ ভাবে পাক বাহিনীর ক্যাম্পে হামলা চালানো শুরু হয়। এর ফলে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। মুক্তি ও মিত্র বাহিনী প্রচন্ড আক্রমণে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া, ২৭ নভেম্বর তালমা, ২৮ নভেম্বর পঞ্চগড় সিও অফিস এবং ওই একই দিনে আটোয়ারী ও মির্জাপুর মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকবাহিনীর ওপর প্রচন্ড আক্রমণ শুরু করায় ২৯ নভেম্বর পাক বাহিনী মুক্ত হয় পঞ্চগড়। এভাবেই এসে যায় ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft