ঠাকুরগাঁওয়ের ট্রাক-পাগলু সংঘর্ষে নিহত ১ |
![]() রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে মীরডাঙ্গী কবরস্থান হাফেজি মাদরাসার সামনে ট্রাক ও 'পাগলু'র সংঘর্ষে আব্দুল মজিদ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলায় শুক্রবার রাতে নিহত মজিদ কাশিপুর ইউনিয়নের মহারাজ গ্রামের তফিজউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পাগলু চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টায় মীরডাঙ্গী থেকে একটি ট্রাক নেকমরদ অভিমুখে যাওয়ার পথে অপরদিক থেকে আসা পাগলুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাগলু চালক মজিদের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে। রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রাতেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মগেৃ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। শনিবার দুপুরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি। এজেড/এইচএস |